খাদ্যদ্রব্যের ১০ শতাংশ ভ্যাট কমানো হয়েছে: বাণিজ্যমন্ত্রী
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, রমজানের কথা চিন্তা করে খাদ্যদ্রব্যের ১০ শতাংশ ভ্যাট কমিয়ে দেওয়া হয়েছে। টিসিবির মাধ্যমে এক কোটি পরিবারকে কমমূল্যে তেল, ডাল, চিনি প্রদান করছেন প্রধানমন্ত্রী। এতে অন্তত পাঁচ কোটি মানুষ উপকৃত হচ্ছে।
সোমবার (২১ মার্চ) বিকেলে জেলার কাহারোল উপজেলার নয়াবাদ মসজিদ ও শ্রীশ্রী কান্তজীউ মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, তেল, মসুর ডাল, চিনি এসব দ্রব্যের দাম গ্লোবালি বেড়েছে। তেলের ক্ষেত্রে আমাদের যা চাহিদা তার ৯০ শতাংশই বাইরে থেকে আমদানি করতে হয়। এর মধ্যে সয়াবিন তেল আসে ব্রাজিল ও আর্জেন্টিনা থেকে এবং পামওয়েল আসে মালয়েশিয়া থেকে। সব জায়গায়ই দাম বেড়েছে।
এসময় দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন, দিনাজপুর জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. ডি সি রায়সহ অন্য নেতারা।
এমদাদুল হক মিলন/আরএইচ/এমএস