মাদরাসার শিক্ষার্থীদের নতুন পোশাক কিনে দিলেন ভিক্ষুক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৮:৩১ এএম, ২২ মার্চ ২০২২

সাতক্ষীরার কলারোয়ায় মাদরাসা শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ করেছেন এক ভিক্ষুক। সোমবার (২১ মার্চ) সকালে সাতক্ষীরার কলারোয়া উপজেলার মদনপুর দাখিল মাদরাসার ছাত্র-ছাত্রীদের মধ্যে এসব পোশাক বিতরণ করেন ভিক্ষুক আসাদ শেখ।

স্থানীয় বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম বলেন, প্রতিবন্ধী ভিক্ষুক আসাদ শেখ (৫৫) মানসিক প্রতিবন্ধী। সে গত ৫ বছর যাবৎ আমার বাড়িতে আশ্রয় নিয়েছে। গ্রামে গ্রামে ভিক্ষা করে সে কিছু টাকা জমিয়েছিল। সেই জমানো টাকায় মাদরাসা শিক্ষার্থীদের মাঝে কাপড় বিতরণ করার ইচ্ছা প্রকাশ করলে আমি এই ব্যবস্থা করি। আমি চাই এই প্রতিবন্ধী ভিক্ষুক তার স্বজনদের কাছে ফিরে যাক। তার বাড়ি খুলনার ডুমুরিয়া উপজেলায়। তার স্বজনদের সঙ্গে যোগাযোগ করেছি। কিন্তু তারা তাকে ফিরিয়ে নিতে চায় না।

মাদরাসা সুপার মাওলানা মাহবুবুর রহমান বলেন, সদিচ্ছা থাকলে সমাজের যে কেউ সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন। আসাদ শেখ তার উজ্জ্বল উদাহরণ।

তিনি বলেন, আমাদের এই দাখিল মাদরাসা আজও সরকারি সাহায্যের বাইরে রয়েছে। আমাদের প্রতিষ্ঠানের জমি আছে কিন্তু ভবন নেই, শিক্ষকদের বেতন নেই, ছাত্র-ছাত্রী থাকতেও এমপিওভুক্ত হচ্ছে না।

আহসানুর রহমান রাজীব/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।