লালমনিরহাটে জেএমবি সদস্যের ২৬ বছরের কারাদণ্ড
প্রতীকী ছবি
লালমনিরহাটে তালিম প্রধান (২৭) নামের জেএমবির এক সদস্যকে পৃথক ধারায় ২৬ বছর ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (২৩ মার্চ) দুপুর ১২টার দিকে জেলা ও দায়রা জজ মিজানুর রহমান এ আদেশ দেন।
তালিম প্রধান পাটগ্রাম উপজেলার রসুলগঞ্জ গ্রামের মোবারক হোসেনের ছেলে। তিনি ২০১৮ সালে পাটগ্রাম উপজেলা শহরে র্যাবের হাতে গ্রেফতার হন।
কোর্ট পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. মুসা মিয়া জানান, ২০১৮ সালের একটি মামলা তালিম প্রধানকে পৃথক চারটি ধারায় ১৪ বছর, সাত বছর, পাঁচ বছর ও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তাকে প্রত্যেক ধারায় এক হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন জেলা ও দায়রা জজ মিজানুর রহমান।
রবিউল হাসান/আরএইচ/এমএস