সাজা শেষে মিয়ানমার থেকে ফিরলেন ৪১ বাংলাদেশি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৬:০১ পিএম, ২৩ মার্চ ২০২২
মিয়ানমার থেকে দেশে ফেরা বাংলাদেশিরা

মিয়ানমারে সাজা ভোগের পর দেশে ফিরেছেন ৪১ বাংলাদেশি। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রচেষ্টায় তাদের বুধবার (২৩ মার্চ) বিকেলে দেশে ফেরত আনা হয়।

টেকনাফ জেটিঘাটে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ২-বিজিবির অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মো. ইফতেখার।

jagonews24

তিনি বলেন, গত ২০২১ সালের ৬ মে বাংলাদেশি ৪১ নাগরিকের মিয়ানমারের বিভিন্ন কারাগারে সাজাভোগ শেষ হয়। কিন্তু তাদের মিয়ানমার থেকে পাঠানো হয়নি। ফলে মানবেতর জীবন-যাপন করছিলেন তারা। বিষয়টি জানার পর থেকেই সরকারের সংশ্লিষ্টদের মাধ্যমে বিজিবি ও মিয়ানমারের সিতওয়েতে বাংলাদেশ দূতাবাসের কনস্যুলেটের প্রচেষ্টা এবং কূটনৈতিক তৎপরতার মাধ্যমে তাদের বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যবস্থা হয়। এরই ধারাবাহিকতায় বুধবার সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত মিয়ানমারের অভ্যন্তরে অধিনায়ক পর্যায়ে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনা হয়েছে।

সায়ীদ আলমগীর/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।