আড়িয়াল খাঁ নদে ভাসছিল বৃদ্ধের মরদেহ
প্রতীকী ছবি
নরসিংদীর রায়পুরায় আড়িয়াল খাঁ নদ থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উত্তরবাখরনগর ইউনিয়নের লোচনপুর গ্রাম সংলগ্ন নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
জানা গেছে, সকালে স্থানীয় একজন আড়িয়াল খাঁ নদের পাশ দিয়ে যাওয়ার সময় ভাসমান মরদেহটি দেখতে পান। খবর পেয়ে পুলিশ এসে নদী থেকে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে রায়পুরা থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর জাগো নিউজকে বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে মৃগী রোগে আক্রান্ত হয়ে পানিতে পড়ে লোকটির মৃত্যু হতে পারে। বাকিটা ময়নাতদন্তের পর জানা যাবে। এছাড়া বৃদ্ধের পরিচয় জানার চেষ্টা চলছে।
সঞ্জিত সাহা/এসজে/জিকেএস