৬০ বাচ্চা কচ্ছপ সেন্টমার্টিনে অবমুক্ত

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক টেকনাফ (কক্সবাজার)
প্রকাশিত: ০৪:২৫ পিএম, ২৪ মার্চ ২০২২
হ্যাচারিতে জন্ম নেওয়া ৬০টি কচ্ছপের বাচ্চা সেন্টমার্টিনে অবমুক্ত করা হয়েছে

হ্যাচারিতে জন্ম নেওয়া ৬০টি কচ্ছপের বাচ্চা সেন্টমার্টিনে অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে দ্বীপের মেরিন পার্ক হ্যাচারি সংলগ্ন পশ্চিম সৈকতে বাচ্চাগুলো সাগরে ছেড়ে দেওয়া হয়।

নেচার কনজারভেশন ম্যানেজমেন্টের (নেকম) সুপারভাইজার মাহে আলম সোহাগ এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২২ জানুয়ারি অলিভ রিডলি জাতের কচ্ছপ সেন্টমার্টিন সৈকতে ডিম দিয়েছিল। এসব ডিম সংগ্রহ করে হ্যাচারিতে রাখা হয়েছিল। ডিমগুলো ফুটে ৬০টি বাচ্চা জন্ম নিয়েছে। এগুলো আজ সাগরে অবমুক্ত করা হয়।

সেন্টমার্টিন মেরিন পার্কে সামুদ্রিক কচ্ছপের ডিম সংরক্ষণ ও প্রজনন প্রক্রিয়ার তদারকি করছে নেচার কনজারভেশন ম্যানেজমেন্ট। বেশ কয়েকবছর ধরে সেন্টমার্টিন সৈকত থেকে কচ্ছপের ডিম সংগ্রহ করছে সংস্থাটি। এ পর্যন্ত প্রায় ১২ হাজার ডিম সংগ্রহ করা হয়েছে। দুই মাস পর ডিমগুলো থেকে বাচ্চা বের হয়। পরে বাচ্চাগুলো সাগরে অবমুক্ত করা হয়।

নেকম সুপারভাইজার মাহে আলম সোহাগ বলেন, দ্বীপে রাতে ছাড়াও দিনের বেলায় কচ্ছপের ডিম পাড়ার ঘটনা ঘটেছে। সম্প্রতি দিনের বেলায় একটি মা কচ্ছপ একসঙ্গে ১০৮টি ডিম পাড়ে, যা গর্ত থেকে তুলে গলাচিপা এলাকার পরিবেশ অধিদফতরের হ্যাচারিতে সংরক্ষণ করা হয়েছে।

এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।