বেনাপোল পৌরসভার বাজেট ১১৫ কোটিতে উন্নীত হয়েছে

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৫:২৪ পিএম, ২৭ মার্চ ২০২২
বক্তব্য দিচ্ছেন বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন

যশোরের বেনাপোল পৌরসভার বাসিন্দারা সব ধরনের সুযোগ সুবিধা পাবেন বলে জানিয়েছেন মেয়র আশরাফুল আলম লিটন।

তিনি বলেন, বেনাপোল পৌরসভার প্রথম নির্বাচিত মেয়র হিসেবে আমি ৫ কোটি টাকার বাজেট পেয়েছিলাম। এরপর সেই পৌরসভার বাজেট আমি ১১৫ কোটিতে উন্নীত করি। এছাড়া পৌরসভায় রয়েছে প্রায় ২ হাজার শতকের ওপর জমি।

রোববার (২৭ মার্চ) বেলা ১১টার দিকে বেনাপোল পৌরসভার সভাকক্ষে নগর উন্নয়ন সদস্যদের ত্রৈমাসিক বৈঠকে তিনি এসব কথা বলেন।

মেয়ার লিটন বলেন, পৌরসভায় একটি আধুনিক মানের পার্ক নির্মাণের জন্য পরিকল্পনা রয়েছে। এরই মধ্যে এই পার্ক নির্মাণের জন্য সরকারের উচ্চ পর্যায়ে কাজ চলছে। বেনাপোলের হাকর নদী খনন করে নাব্যতা ফিরিয়ে আনা ও শোভাবর্ধনের জন্য কাজ চলছে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন- যশোর জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মাস্টার আহসান উল্লাহ, শার্শা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক টিএলসিসি সদস্য আব্দুল মালেক, দপ্তর সম্পাদক আজিবর রহমান, পৌর প্যানেল মেয়র সাহাবুদ্দিন মন্টু, আওয়ামী সাংস্কৃতিক ফোরামের সভাপতি রহমত আলী, আওয়ামী লীগ নেতা মোজাফফার হোসেন, বেনাপোল হাইস্কুলের শিক্ষক মোখলেছুর রহমান, পৌর কাউন্সিলর মিজানুর রহমান, আমিরুল ইসলাম, কামরুন্নাহার আন্না, জুলেখা খাতুন, পৌর সচিব সাইফুল ইসলাম, ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন প্রমুখ।

মো. জামাল হোসেন/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।