আ’লীগকে কটূক্তি করে বক্তব্য, উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৯:৩৫ পিএম, ২৭ মার্চ ২০২২
উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমানের কুশপুতুল দাহ করা হয়

মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সভায় স্থানীয় সংসদ সদস্য ও আওয়ামী লীগকে কটূক্তি করে বক্তব্য দেওয়ার প্রতিবাদে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমানকে অবাঞ্ছিত ঘোষণা করে বিক্ষোভ মিছিল করা হয়েছে।

রোববার (২৭ মার্চ) বিকেলে শাহজাদপুর আদালত চত্বর থেকে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এ বিক্ষোভ মিছিল বের করেন। পরে বিক্ষোভকারীরা উপজেলা পরিষদ চত্বরে এসে উপজেলা চেয়ারম্যানের কুশপুতুল দাহ করেন।

পরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রতিবাদ সমাবেশে হয়। এতে বক্তব্য দেন- শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. মহির উদ্দিন, উপজেলা কৃষক লীগের সাবেক আহ্বায়ক হুমায়ুন কবির টিপু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুবে ওয়াহেদ শেখ কাজল, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক রাজিব শেখ প্রমুখ।

খোঁজ নিয়ে জানা যায়, ২৬ মার্চ শাহজাদপুর হাইস্কুল মাঠে শাহজাদপুর উপজেলা প্রশাসন আয়োজিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগকে ‘অমি লীগ' ও সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের জাতীয় সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতার নানা কর্মকাণ্ড নিয়ে কটূক্তি করে বক্তব্য দেন। এতে দলের নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়ে। এর প্রতিবাদে আজ এ কর্মসূচি পালন করা হয়।

শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম জাগো নিউজকে বলেন, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে একটি দায়িত্ব পদে থেকে স্থানীয় সংসদ সদস্য ও আওয়ামী লীগের বিরুদ্ধে বিষদাগার করে বক্তব্য দেওয়া ঠিক হয়নি। তার এ ধরনের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

বক্তব্যের বিষয়ে জানতে চাইলে শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান জাগো নিউজকে বলেন, আমি এ ধরনের কোনো বক্তব্য দেইনি। আমার বিরোধীতাকারীরা আমার বক্তব্যকে বিকৃত করে আমার বিরুদ্ধে নেতাকর্মীদের উসকিয়ে দিয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এ বিষয়ে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা ঢাকায় আওয়ামী লীগের একটি জরুরি মিটিংয়ে থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। সংসদ সদস্য কবিতার একান্ত সচিব তানভীর আহমেদ মিটিংয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।