বেনাপোলে শ্রমিকদের দুই পক্ষে সংঘর্ষে আহত ১০

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৩:৫৪ পিএম, ২৮ মার্চ ২০২২

বেনাপোল বন্দরে শ্রমিকদের দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করেছে পুলিশ।

এছাড়া সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণ ঘটানো হলে বন্দরে কর্মরতরা আতঙ্কিত হয়ে ছোটাছুটি করতে থাকেন। এতে বন্দরের পণ্য খালাস বন্ধ রয়েছে।

জানা গেছে, প্রভাব বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বন্দরে দুটি পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। বর্তমানে ৯২৫ শ্রমিক ইউনিয়ন নামে সংগঠনের হাতে বন্দরের নিয়ন্ত্রণ রয়েছে। অন্য পক্ষটি বন্দরের নিয়ন্ত্রণ নিতে সোমবার (২৮ মার্চ) সকালে এই হামলা চালায়।

জানতে চাইলে ৯২৫ শ্রমিক ইউনিয়নের সম্পাদক অহিদুজ্জামান অহিদ বলেন, বর্তমানে শ্রমিকরা বন্দরে শান্তির সঙ্গে কাজ করে আসছে। কিন্তু একটি পক্ষ তা ভালোভাবে না নিয়ে ষড়যন্ত্র করে বন্দরের সুন্দর পরিবেশ নষ্ট করতে চাইছে।

যশোরের নাভারন সার্কেল এএসপি জুয়েল ইমরান বলেন, বন্দরে দুটি শ্রমিক সংগঠনের মধ্যে সংঘর্ষ হয়। সেখানে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আহত অবস্থায় দুজনকে আটক করা হয়েছে।

তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বেনাপোল পৌর কমিশনার রাশেদ আলী নামে একজনের নাম এসেছে। এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের আটক করে আইনের আওতায় আনা হবে।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, পুরো বন্দর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বেনাপোল এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। বন্দরের অভ্যন্তরে পণ্য লোড-আনলোড বন্ধ রয়েছে।

মো. জামাল হোসেন/এমআরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।