জালে আটক পড়া গোখরা সুন্দরবনে অবমুক্ত

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ০৫:১৩ পিএম, ২৮ মার্চ ২০২২
আটকা পড়া বিষধর পদ্ম গোখরা করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে অবমুক্ত

জেলের মাছ ধরার জালে আটকা পড়া বিষধর পদ্ম গোখরা সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে অবমুক্ত করা হয়েছে।

সোমবার (২৮ মার্চ) দুপুরে সাপটি অবমুক্ত করা হয় বলে জানিয়েছেন পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির।

এর আগে রোববার বিকেলে বাগেরহাটের গোটাপাড়া গ্রামের এক জেলের মাছ ধরার জালে সাপটি আটকা পড়ে।

snak1

স্থানীয়রা জানান, সাপটি জালে আটকা পড়লে গোটাপাড়া ইউনিয়নের দফাদার সেখান থেকে উদ্ধার করে বনবিভাগের বাগেরহাট বিভাগীয় দপ্তরে নিয়ে আসেন। এরপর বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ বেলায়েত হোসেনের নির্দেশে করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে কর্মকর্তা আজাদ কবির সাপটি বনের অভ্যন্তরে অবমুক্ত করেন।

এ বিষয়ে আজাদ কবির বলেন, সাপটি বিষধর প্রজাতির পদ্ম গোখরা। এর আরেক নাম হলো খৈয়া গোখরা। এটি ফণা বিশিষ্ট সাপ। সাপটি ৫ ফুট লম্বা।

আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।