সুন্দরবনে জেলেদের নৌকায় মিললো হরিণের ৮ কেজি মাংস

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ০৭:৪৮ পিএম, ২৮ মার্চ ২০২২
জব্দ করা হরিণের মাংস

বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চরের নীলবাড়িয়া থেকে হরিণের আট কেজি মাংসসহ একটি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করেছেন বনরক্ষীরা।

সোমবার (২৮ মার্চ) দুপুরে সুন্দরবনের স্মার্ট পেট্রোলিং টিমের সদস্যরা ইঞ্জিন চালিত নৌকাসহ ওই মাংস জব্দ করেন। তবে শিকারি চক্রের কাউকে আটক করতে পারেননি তারা।

সুন্দরবনের স্মার্ট পেট্রোলিং টিম-২ এর লিডার ও শরণখোলা স্টেশন কর্মকর্তা মো. আসাদুজ্জামান জাগো নিউজকে বলেন, টিমের সদস্যরা সোমবার দুপুরে সুন্দরবনের দুবলা এলাকায় টহল দিচ্ছিল। এ সময় নীলবাড়িয়া খালে একটি ইঞ্জিনচালিত নৌকা দেখে সন্দেহ হয়। সন্দেহভাজন ওই ট্রলারের দিকে রওনা দিলে শিকারিরা গহীন বনে পালিয়ে যায়। পরে ওই ইঞ্জিনচালিত নৌকায় তল্লাশি চালিয়ে হরিণের আট কেজি মাংস জব্দ করা হয়। এছাড়া শিকারিদের নৌকায় দুই শতাধিক মাছ ধরার বড়শি এবং তাদের ব্যবহৃত বিভিন্ন মালামাল পাওয়া যায়। পরে মালামালসহ জব্দকৃত নৌকা ও মাংস দুবলা জেলে পল্লী টহল ফাঁড়িতে হস্তান্তর করা হয়।

সুন্দরবনের দুবলা জেলে পল্লী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জাগো নিউজকে বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে এবং বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মাংস দুবলা অফিস সংলগ্ন এলাকায় মাটি চাপা দেওয়া হয়েছে।

এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।