যশোরে শপিংব্যাগে মিললো জীবিত নবজাতক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৮:০৩ পিএম, ২৮ মার্চ ২০২২

যশোর সদর উপজেলায় রেল লাইনের পাশে শপিংব্যাগে করে ফেলে যাওয়া এক জীবিত নবজাতককে উদ্ধার করা হয়েছে। সোমবার (২৮ মার্চ) সকালে স্থানীয় এক নারীর সহযোগিতায় পুলিশ শিশুটিকে উদ্ধার করে। পরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে নবজাতকটি সুস্থ আছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানান, চুড়ামনকাটি দাসপাড়ার অঞ্জলী রানী দাস নামে এক নারী সকালে হাঁটতে গিয়ে চৌগাছা সড়কের রেল ক্রসিংয়ে একটি শপিং ব্যাগ দেখতে পান। তিনি ব্যাগের কাছে গেলে দেখতে পান এক নবজাতক ব্যাগের ভেতর নড়াচড়া করছে। দ্রুত বাচ্চাটিকে কোলে তুলে বাড়িতে নিয়ে যান তিনি। পরে খবর পেয়ে স্থানীয় সাজিয়ালী পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয় ইউপি সদস্য মাহবুব হাসান রানুর সহযোগিতায় নবজাতককে হাসপাতালে ভর্তি করান।

নবজাতককে কুড়িয়ে পাওয়া অঞ্জলী বলেন, তিনিই শিশুটিকে লালনপালন করতে চান।

সাজিয়ালী পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহিন ফরহাদ বলেন, নবজাতকটি পুরোপুরি সুস্থ আছে। এখনো তার পরিচয় জানা যায়নি। এলাকাবাসীর ধারণা, ভোরে কেউ ওই নবজাতককে রেল লাইনের পাশে ফেলে রেখে গেছে।

মিলন রহমান/এমআরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।