৩ লাখ টাকা জরিমানা গুনলো ফেনীর দুই ইটভাটা ও পোল্ট্রি খামার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৮:৪৮ এএম, ২৯ মার্চ ২০২২

ফেনীর সোনাগাজীতে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। সোমবার বিকেলে ফেনীর আদালতের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সিরাজ উদ্দিনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে পরিবেশ আইন ভঙ্গ করা ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় দুটি ইটভাটা ও দুটি পোল্ট্রি খামারকে দুই লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তর জানায়, সোনাগাজীর বিভিন্ন স্থানে দীর্ঘদিন পরিবেশ আইন লঙ্ঘন করে ইটভাটা ও পোল্ট্রি খামার গড়ে তুলেছে একটি অসাধু চক্র। এমন তথ্যের ভিত্তিতে সোমবার বিকেলে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে মতিগঞ্জ ইউনিয়নের সরাজপুরে অবস্থিত প্রগতি ব্রিকস ফিল্ড পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ও কৃষি জমির মাটি কেটে ইট প্রস্তুত এবং পরিবেশ দূষণের দায়ে ম্যানেজার সাইফুল ইসলামকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়াও মতিগঞ্জ ব্রিকস ফিল্ডে কৃষি জমির মাটি কেটে ইট প্রস্তুত করার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

jagonews24

একইদিন সফরপুর গ্রামে অজিবা পোল্ট্রি খামার ও ভাই ভাই পোল্ট্রি খামারের পোল্ট্রি বর্জ্য ফেলে খালের পানি দূষণ করার অপরাধে ২০ হাজার করে ৪০ হাজার টাকা জরিমানা করেন আদালত।

অভিযানে পরিবেশ অধিদফতরের ফেনীর উপ-পরিচালক সাইদুর রহমান, পরিদর্শক ফয়েজুল কবিরসহ আইনশৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

নুর উল্লাহ কায়সার/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।