সাবেক এমপির বাড়িতে বোমা হামলা, দুজনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০৭:৫২ পিএম, ২৯ মার্চ ২০২২
দণ্ডপ্রাপ্ত দুজনকে কারাগারে নেওয়া হচ্ছে

কুষ্টিয়ার দৌলতপুরে সাবেক সংসদ সদস্য আফাজ উদ্দিন আহম্মেদের বাড়িতে বোমা হামলায় দুজন নিহতের মামলায় দুজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে কুষ্টিয়ার বিশেষ দায়রা ও জজ আদালতের বিচারক আশরাফুল ইসলাম আলোচিত এ মামলার রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত দুই আসামি যাবজ্জীবন আদালতে উপস্থিত ছিলেন। এ মামলায় চার আসামিকে খালাস দেওয়া হয়েছে।

কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হচ্ছেন- দৌলতপুর উপজেলার চামনাই গ্রামের মৃত বিদ্যান আলীর ছেলে ইসলাম ওরফে মরু (৫০) এবং একই উপজেলার গোপিনাথপুর গ্রামের শাহাদাৎ আলীর ছেলে জাহিদুল ইসলাম ওরফে বোমা জাহিদ (৫৫)।

অপরদিকে খালাসপ্রাপ্তরা হলেন- আব্দুল সালাম ডিকেন, মিন্টু, রুহুল আমীন এবং আব্দল্লাহ আল মামুন প্রিন্স।

আদালতের পাবলিক প্রসিকিউটার (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, ২০১০ সালের ১৩ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে আফাজ উদ্দিন আহম্মেদ বসার ঘরে দুর্বৃত্তরা বোমা হামলা চালায়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান এবং আফাজ উদ্দিন আহম্মেদসহ বেশ কয়েকজন আহত হন। ওই দিনই আফাজ উদ্দিনের ছেলে এজাজ আহাম্মেদ মামুন বাদী হয়ে আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪-৫ জনের নামে মামলা করেন।

২০১৫ সালের ৩ মার্চ তদন্ত কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। এরপর আদালত এ মামলায় ১৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত মঙ্গলবার রায় ঘোষণা করেন।

আল-মামুন সাগর/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।