কিশোরগঞ্জে নির্মাণাধীন সেনানিবাস পরিদর্শন করলেন রাষ্ট্রপতি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ১০:০৩ পিএম, ২৯ মার্চ ২০২২
কিশোরগঞ্জে নির্মাণাধীন সেনানিবাস পরিদর্শন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় নির্মাণাধীন সেনানিবাসসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

মঙ্গলবার (২৯ মার্চ) বিকেলে রাষ্ট্রপতি সেনানিবাস এলাকায় পৌঁছালে ১৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল নকিব আহমেদ চৌধুরী তাকে স্বাগত জানান।

পরে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সেনানিবাসের কাজের অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে জানানো হয়। রাষ্ট্রপতি স্পিড বোটে করে সেনানিবাস এলাকা ঘুরে দেখেন।

jagonews24

স্থানীয় সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক, রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম এবং প্রেস সচিব মো. জয়নাল আবেদীনসহ পদস্থ সামরিক কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

এর আগে রাষ্ট্রপতি আবদুল হামিদ ফাউন্ডেশন ভবনের নির্মাণ কাজের অগ্রগতি ঘুরে দেখেন তিনি। পরে অষ্টগ্রামে সবুরে ভাঙা নদীর ওপর নির্মাণাধীন বাহাদুরপুর ব্রিজ পরিদর্শন করেন এবং স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন রাষ্ট্রপ্রধান।

jagonews24

পাঁচদিনের সরকারি সফরে গত রোববার কিশোরগঞ্জে যান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বুধবার কিশোরগঞ্জ জেলা সদরে শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিবেশন সেন্টারের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রাষ্ট্রপতি। পরদিন বিকেলে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

নূর মোহাম্মদ/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।