সাতক্ষীরায় ‘বাল্য বিবাহকে লাল কার্ড’ শীর্ষক ক্যাম্পেইন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৪:০৩ পিএম, ৩০ মার্চ ২০২২
বাল্য বিবাহকে লাল কার্ড দেখালো শিক্ষার্থীরা

সাতক্ষীরায় ‘বাল্য বিবাহকে লাল কার্ড’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ মার্চ) শহরের বাঁকাল ইসলামপুর মাঝেরপাড়া ফুটবল মাঠে এ ক্যাম্পেইন আয়োজন করে বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান ‘বারসিক’।

সাতক্ষীরা সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরার সভাপতিত্বে ও বারসিকের সহকারী প্রোগ্রাম অফিসার গাজী মাহিদা মিজানের সঞ্চালনায় অনুষ্ঠান উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান ও বাজুয়ারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গনি আসাদ, শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সংগঠক এস এম হাবিবুল হাসান, বারসিকের যুব সংগঠক মো. জাহাঙ্গীর আলম, স্থানীয় অভিভাবক লাভলু রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় কিশোরীদের লাল কার্ড প্রদান করে বাল্য বিবাহ প্রতিরোধে সবাইকে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসার আহবান জানানো হয়।

আহসানুর রহমান রাজীব/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।