বাগেরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস মৎস্যঘেরে, নিহত ১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ০৮:৪৫ এএম, ৩১ মার্চ ২০২২
মৎস্যঘেরে উল্টেপড়া বাস

বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের বারাকপুর এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মৎস্যঘেরে উল্টে মনোয়ারা বেগম (৬৫) নামের এক নারী নিহত হয়েছেন। এ সময় বাসের আরও ১৫ যাত্রী আহত হয়েছেন।

বুধবার (৩০ মার্চ) রাত ৮টার দিকে খুলনা-বাগেরহাট মহাসড়কের বারাকপুর এলাকার বেইলি ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুরুতর তিনজনকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা করেছে। নিহত মনোয়ারা বেগর পিরোজপুরের মৃত হাবিবুর রহমানের স্ত্রী।

বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক গোলাম সরোয়ার জাগো নিউজকে বলেন, সড়ক দুর্ঘটনায় মনোয়ারা বেগম নামের একজন মারা গেছেন ও ১৫ যাত্রী আহত হয়েছেন। আহত তিন যাত্রীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েছেন।

আবুল হাসান/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।