সিলিন্ডার বিস্ফোরণে পা বিচ্ছিন্ন হওয়া সেই বেলুন বিক্রেতার মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৯:৩২ এএম, ৩১ মার্চ ২০২২
হাসপাতালে চিকিৎসাধীন বেলুন বিক্রেতা ফকর উদ্দিন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বারুণীর মেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ডান বিচ্ছিন্ন হওয়া বেলুন বিক্রেতা ফকর উদ্দিন (২১) মারা গেছেন।

বুধবার (৩০ মার্চ) দিনগত রাত ১২টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিলন চ্যাটার্জী বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন। ফকর উদ্দিনের বাড়ি গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের কোচাশহর গ্রামে।

তার বাবা ফিরোজ মিয়া জাগো নিউজকে বলেন, ছেলের মরদেহ এখনো হাসপাতালের মর্গে আছে। বাড়িতে এনে তার দাফনের ব্যবস্থা করা হবে।

স্থানীয়রা জানান, ফকর উদ্দিন বেলুন বিক্রি করে জীবিকা নির্বাহ করে থাকেন। ফুলোহার গ্রামে প্রতিবছর ৩০ মার্চ হিন্দু সম্প্রদায়ের বারুণীর মেলা অনুষ্ঠিত হয়। এ মেলায় বিক্রির জন্য বেলুনে গ্যাস দিয়ে ফোলানোর সময় হঠাৎ সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। এতে তার ডান পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

এ সময় তার সঙ্গে থাকা মাহবুর রহমান গুরুতর আহত হন। মেলা থাকা লোকজন তাদের উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে পাঠান।

জাহিদ খন্দকার/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।