সাংগঠনিক কাজে বাইসাইকেল পেলেন ১৮ ছাত্রলীগ নেতা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৫:৪৫ পিএম, ০১ এপ্রিল ২০২২
ফেনীর ১৮ জন ছাত্রলীগ নেতাকে একটি করে বাইসাইকেল ও নগদ টাকা দেওয়া হয়েছে

ফেনীতে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে ১৮ জন ছাত্রলীগ নেতাকে একটি করে বাইসাইকেল ও নগদ টাকা দেওয়া হয়েছে।

শুক্রবার (১ এপ্রিল) বিকেলে ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে এ সহযোগিতা দেওয়া হয়।

ফাজিলপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে তিন মাসব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচির স্লোগান হলো—‘প্রতি ঘর প্রতি বাড়ি; ছাত্রলীগের দুর্গ গড়ি’।

কর্মসূচির উদ্বোধন ও বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল।

jagonews24

বিশেষ অতিথি ছিলেন ফাজিলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবুল হক রিপন, জেলা ছাত্রলীগের সদ্যসাবেক সভাপতি এম সালাহ উদ্দিন ফিরোজ, সাধারণ সম্পাদক জাবেদ হায়দার জর্জ, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ আবদুর শুক্কুর মানিক প্রমুখ।

ফাজিলপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনজুরুল করিম রিদানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ফাজিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মজিবুল হক রিপন বলেন, ‘আগামী তিনমাস ছাত্রলীগের স্থানীয় নেতারা প্রতি বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষদের কাছে সরকারের উন্নয়ন ও সাংগঠনিক ঐতিহ্য তুলে ধরবেন। তাদের এ কাজে সহযোগিতার জন্য ইউনিয়নের নয়টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদককে ১৮টি সাইকেল দেওয়া হয়েছে। এছাড়া প্রতিজনকে দুই হাজার করে টাকা দেওয়া হয়েছে।’

নুর উল্লাহ কায়সার/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।