‘দ্রুতই চালু হবে সোনাহাট স্থলবন্দরের ইমিগ্রেশন’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৬:৫৩ পিএম, ০২ এপ্রিল ২০২২
মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন ভারতীয় সহকারী হাই কমিশনার সনজিব কুমার ভাট্টি

কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দরে দ্রুত ইমিগ্রেশন চালুর বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে জানিয়েছেন ভারতীয় সহকারী হাই কমিশনার সনজিব কুমার ভাট্টি। একই সঙ্গে আমদানি-রপ্তানিতে যেসব সমস্যা রয়েছে, সেগুলো দ্রুত সমাধানেরও আশ্বাস দিয়েছেন তিনি।

শনিবার (২ এপ্রিল) দুপুরে সোনাহাট স্থলবন্দর প্রশাসনিক কার্যালয়ের হলরুমে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব আশ্বাস দেন সনজিব কুমার ভাট্টি।

বন্দরটি দুই দেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে উল্লেখ করেন তিনি বলেন, ভারত-বাংলাদেশ অকৃতিম বন্ধু। এজন্য দুদেশের সীমান্তের সব বন্দরগুলোকে গুরুত্ব দিচ্ছে ভারত সরকার। বন্দরের স্থানীয় যেসব সমস্যা আছে সেগুলো নিয়ে কাজ করছে।

সোনাহাট স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সরকার রকিব আহমেদ জুয়েলের সভাপত্বিতে মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন- ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপক কুমার দেব শর্মা, আমদানী-রপ্তানিকারক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকসহ বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তারা। পরে বন্দরের ভারত অংশে সমস্যা উল্লেখ করে স্মারকলিপি তুলে দেন ব্যবসায়ী নেতারা।

মাসুদ রানা/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।