অস্ত্রসহ কাউন্সিলর রাশেদ গ্রেফতার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৭:৪৪ পিএম, ০২ এপ্রিল ২০২২
গ্রেফতার কাউন্সিলর রাশেদ আলী

বেনাপোল পৌরসভার কাউন্সিলর রাশেদ আলীকে (৪৫) দুটি বিদেশি পিস্তল, নয় রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিনসহ গ্রেফতার করেছে যশোরের গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (২ এপ্রিল) ভোরে ঝিকরগাছা উপজেলার গদখালি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

রাশেদ আলী বেনাপোল পোর্ট থানার দিঘিরপাড় গ্রামের মৃত আক্তার হোসেনের ছেলে। তাকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

যশোর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপম কুমার কাউন্সিলর রাশেদ আলীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার (২৮ মার্চ) অবৈধভাবে বেনাপোল বন্দর দখল করার সময় পৌর কাউন্সিলর রাশেদ আলীর নেতৃত্বে একদল সন্ত্রাসী বন্দর এলাকায় অর্ধশতাধিক বোমা হামলা চালায়। বোমা হামলায় আহত হন একজন পুলিশ সদস্যসহ ২০ জন শ্রমিক। এ ঘটনায় মোট তিনটি মামলা করা হয়েছে। এরমধ্যে পুলিশ বাদী হয়ে অস্ত্র ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেছে। শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করা হয়েছে। ওই মামলার এজাহারভুক্ত আসামি ৩৬ জন। এদের মধ্যে রাশেদ আলী ১ নম্বর আসামি। মামলার পরপরই গা ঢাকা দেন তিনি।

কাউন্সিলর রাশেদ আলীর বিরুদ্ধে সরকারি কর্মচারীকে মারপিট, সন্ত্রাস, চাঁদাবাজি, হত্যা ও ছিনতাইসহ বেনাপোল পোর্ট থানায় ১৩টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে বেনাপোলের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোমা হামলার ঘটনায় সিসিটিভির ফুটেজ দেখে সাত আসামিকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূইয়া জানান, এ মামলার প্রধান আসামিসহ এখন পর্যন্ত ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। ফুটেজ দেখে বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

জামাল হোসেন/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।