সাজেকে সেনাবাহিনীর উদ্যোগে মশা মারার ওষুধ স্প্রে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০৮:৩২ পিএম, ০২ এপ্রিল ২০২২

রাঙামাটির সাজেকে মশার উপদ্রবে অতিষ্ঠ সাধারণ মানুষ ও পর্যটক। রাত-দিন জ্বালিয়ে রাখতে হয় মশার কয়েল। মশার উৎপাত থেকে স্বস্তি দিতে বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে সাজেকে মশা মারার ওষুধ স্প্রে করা হয়েছে।

শনিবার (২ এপ্রিল) সন্ধ্যায় ফগার মেশিনের সাহায্যে মশা মারার ওষুধ স্প্রে করা হয়।

সাজেকে ঘুরতে আসা পর্যটক মমতাজ উদ্দিন বলেন, সন্ধ্যায় মশার উপদ্রব বেড়ে যায়। দেশের প্রসিদ্ধ এ পর্যটন কেন্দ্রে এমন মশার উপদ্রব থাকলে পর্যটক আসতে নিরুৎসাহিত হবে।

সাজেকে সেনাবাহিনীর উদ্যোগে মশা মারার ওষুধ স্প্রে

বাঘাইহাট জোনের কমান্ডার লেফটেনেন্ট কর্নেল মুনতাসির রহমান চৌধুরী বলেন, সাজেকে প্রতিদিন প্রচুর পর্যটক আসছে। পর্যটকরা যাতে সাজেক ঘুরতে এসে মশার কামড়ে ম্যালেরিয়া এবং মশাবাহিত কোনো রোগে আক্রান্ত না হয় সেজন্য সেনাবাহিনীর পক্ষ থেকে মশা মারার ওষুধ স্প্রে করা হয়েছে। স্প্রে এখন থেকে নিয়মিত করা হবে। রিসোর্ট মালিকদের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতন থাকারও আহ্বান জানান তিনি।

শংকর হোড়/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।