কর্মস্থলে যোগ দিলেন সেই শাহিদা
শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে স্নাতকোত্তর পাস করা সেই শাহিদা খাতুনের নতুন জীবন শুরু হলো। বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী জীশান মীর্জার সহযোগিতায় আকিজ গ্রুপে পাওয়া চাকরিতে যোগদান করেছেন তিনি।
রোববার (৩ এপ্রিল) যশোরের অভয়নগরে আকিজ জুট মিলে অ্যাডমিন বিভাগের এক্সিকিউটিভ কর্মকর্তা পদে যোগদান করেন শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করা অদম্য এই তরুণী।
শারীরিক প্রতিবন্ধী শাহিদা খাতুনের বাড়ি যশোরের ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া গ্রামে। মুদি দোকানি রফিউদ্দিনের ছয় সন্তানের মধ্যে শাহিদা চতুর্থ। জন্ম থেকেই দুটি পা আর একটি হাত না থাকলেও সচল বাকি হাত দিয়েই বাঁচার স্বপ্ন দেখেন শাহিদা খাতুন। শারীরিক প্রতিবন্ধকতা জয় করে অনন্য নজির স্থাপন করেন এলাকায়। শাহিদা প্রবল ইচ্ছাশক্তির ওপর ভর করে ২০১৫ সালে যশোর সরকারি এম এম কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে মাস্টার্স পাস করেন।
লেখাপড়ার পাশাপাশি শাহিদা হ্যান্ডিক্রাফট, সেলাইসহ বিভিন্ন হাতের কাজও করতে পারেন।
নিজে প্রতিবন্ধী হয়েও অন্য প্রতিবন্ধীদের জন্য এগিয়ে আসেন তিনি। বাড়ির পাশে গড়ে তোলেন সৃষ্টিশীল নারী প্রতিবন্ধী কল্যাণ সংস্থা। এখান থেকে প্রতিবন্ধী শিশুদের শিক্ষা আর নারীদের প্রশিক্ষণের মাধ্যমে করেছেন আত্মকর্মসংস্থানের ব্যবস্থা।

তারপরও ইচ্ছাশক্তির বলে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েও চাকরি না পাওয়ায় হতাশ ছিলেন শাহিদা। তাকে নিয়ে জাগো নিউজসহ বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। এসব প্রতিবেদন পুনাক সভানেত্রী জীশান মীর্জার নজরে এলে তার উদ্যোগে জেলা পুলিশ শাহিদার বিষয়ে খোঁজ-খবর শুরু করে।
পরে জেলা পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে গত ২২ মার্চ দুদিনের সফরে যশোর যান পুনাক সভানেত্রী। এ সফরে গত ২৩ মার্চ ঝিকরগাছার শিমুলিয়া গ্রামে শাহিদার বাড়িতে গিয়ে তার হাতে আকিজ জুট মিলের এক্সিকিউটিভ অফিসার পদে চাকরির নিয়োগপত্র তুলে দেন তিনি।
এই নিয়োগপত্র নিয়ে রোববার সকালে যশোরের অভয়নগরের আকিজ জুট মিলে অ্যাডমিন বিভাগের এক্সিকিউটিভ কর্মকর্তা পদে যোগ দেন শাহিদা। এসময় তার বড় ভাই কলিম উদ্দিন উপস্থিত ছিলেন।
চাকরিতে যোগদানের পর শাহিদা আকিজ গ্রুপের চেয়ারম্যান সেখ নাসির উদ্দিনকে ধন্যবাদ জানিয়ে বলেন, চাকরি পেয়ে আমার স্বপ্ন পূরণ হয়েছে। এই চাকরির সুবাদে আমি বাবা-মায়ের মুখে হাসি ফোটাতে পারবো। প্রতিবন্ধীতাকে হার মানিয়ে জীবনকে সামনে এগিয়ে নিতে পারবো। আমার জন্য সবাই দোয়া করবেন।
এ বিষয়ে আকিজ জুট মিলের নির্বাহী পরিচালক শেখ আব্দুল হাকিম বলেন, প্রতিষ্ঠানের চেয়ারম্যান সেখ নাসির উদ্দিনের নির্দেশে বাংলাদেশ সরকারের প্রতিবন্ধী নিয়োগ কোটায় শাহিদা খাতুন এক্সিকিউটিভ কর্মকর্তা পদে যোগদান করেছেন। কর্মক্ষেত্রে সব কাজে তিনি আমাদের সহযোগিতা পাবেন।
মিলন রহমান/এমআরআর