ক্যাম্প থেকে পালানোর সময় ১৩৬ রোহিঙ্গা আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৪:১১ পিএম, ০৪ এপ্রিল ২০২২

কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্প ছেড়ে পালানোর সময় ১৩৬ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। সোমবার (৪ এপ্রিল) উখিয়া থানার সামনে কক্সবাজার-টেকনাফ সড়কে চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়।

আটক সবাই উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা শিবিরের বাসিন্দা বলে জানা গেছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের ট্রানজিট ক্যাম্পে পাঠানো হয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহম্মেদ সঞ্জুর মোরশেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, উখিয়া বাজারের আশপাশে অভিযান চালিয়ে ক্যাম্প থেকে বের হয়ে বিভিন্ন স্থানে যাওয়ার সময় ১৩৬ রোহিঙ্গাকে আটক করা হয়। পরে তাদের আইনি প্রক্রিয়া শেষে ট্রানজিট ক্যাম্পে স্থানান্তর করা হয়েছে।

সায়ীদ আলমগীর/এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।