প্রেমিকাকে ছুরিকাঘাত করে প্রেমিকের বিষপান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নরসিংদী
প্রকাশিত: ০৬:০০ পিএম, ০৪ এপ্রিল ২০২২
নরসিংদীর রায়পুরায় প্রেমিকাকে ছুরিকাঘাত করে বিষপান করেছে এক কিশোর

নরসিংদীর রায়পুরায় প্রেমিকাকে ছুরিকাঘাত করে বিষপান করেছে এক কিশোর (১৬)। গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৪ এপ্রিল) দুপুরে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের দক্ষিণ মির্জানগর গ্রামে এ ঘটনা ঘটে। তারা দুজনই দক্ষিণ মির্জানগর গ্রামের বাসিন্দা এবং দক্ষিণ মির্জানগর আসমাতুন্নেসা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

ছুরিকাঘাতে আহত কিশোরীকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বিষপান করা কিশোরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, ওই দুই কিশোর-কিশোরীর মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। শুক্রবার (১ এপ্রিল) কিশোরীকে অন্যত্র বিয়ে দেয় পরিবার। সোমবার দুপুরে বিদ্যালয়ে ক্লাস শেষ করে তারা বাড়ি ফিরছিল। পথে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে কিশোর ওই কিশোরীর মুখে ছুরিকাঘাত করে। পরে নিজে বিষপান করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়।

আমিরগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার আবু বক্কর বলেন, ‘বিষপানের কথা শুনে আমি বাড়ি থেকে ছুটে যাই। ঘটনাস্থলে গিয়ে জানতে পারি ওই মেয়েকে নাকি ছুরিকাঘাত করে তারপর বিষপান করেছে ওই কিশোর। তবে তাদের মধ্যে প্রেম বা এ-সংক্রান্ত কিছু ছিল কি না তা নিশ্চিত নই।’

হাসনাবাদ বাজার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ফরিদ উদ্দিন বলেন, দুজনের মধ্যে প্রেম ছিল বলে স্থানীয়ভাবে জেনেছি। বর্তমানে তাদের চিকিৎসা চলছে। তবে এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ আসেনি। চিকিৎসা শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সঞ্জিত সাহা/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।