রামুতে বেওয়ারিশ মরদেহ দাফন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৬:৪৪ পিএম, ০৪ এপ্রিল ২০২২
ফাইল ছবি

কক্সবাজারের রামুতে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে। ময়নাতদন্ত শেষে কক্সবাজার পৌরসভার সহযোগিতায় মরদেহটি দাফন করা হয়।

সোমবার (৪ এপ্রিল) দুপুরে বিষয়টি জাগো নিউজকে জানিয়েছেন রামু ক্রসিং হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন।

তিনি বলেন, গত ২৯ মার্চ রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের পূর্ব মেরংলোয়া গ্রামস্থ পুরাতন বাইপাস ব্রিজের পাশে রাস্তার ওপর থেকে অজ্ঞাতপরিচয় (৪৫) মুসলিম ধর্মাবলম্বী এক পুরুষের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এসআই আরও বলেন, ধারণা করা হচ্ছে, গাড়ি তাকে ধাক্কা দিয়ে ফেলে চলে যায়। শত চেষ্টা করেও তার পরিচয় না পেয়ে সোমবার কক্সবাজার পৌরসভার সহযোগিতায় মরদেহটি দাফন করা হয়। এ সংক্রান্ত রামু থানায় সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে।

সায়ীদ আলমগীর/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।