গ্রামীণ খেলা দেখলো নতুন প্রজন্ম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৯:৫৬ পিএম, ০৪ এপ্রিল ২০২২
কুড়িগ্রাম সদরে অনুষ্ঠিত হয়েছে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী গ্রামীণ খেলা

কুড়িগ্রাম সদরে অনুষ্ঠিত হয়েছে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী গ্রামীণ খেলা। নতুন প্রজন্মের কাছে গ্রামীণ ঐতিহ্য তুলে ধরতে সোমবার (৪ এপ্রিল) কুড়িগ্রামের যুব স্বেচ্ছাসেবী সংগঠন ‘দুর্বার তারুণ্য’ এ আয়োজন করে।

জেলা সদরের হলোখানা ইউনিয়নের চর সুভারকুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সকাল থেকে বিকেল পর্যন্ত ব্যতিক্রমধর্মী এ আয়োজন চলে।

jagonews24

গ্রামীণ খেলাগুলোর মধ্যে ছিল-বিস্কুট দৌড়, হাড়িভাঙা, বালিশ খেলা, সুঁই সুতা, সাঁতার, বিবাহিত পুরুষদের জন্য নারীদের ছবির কপালে টিপ দেওয়া, চোখ বেঁধে হাঁস ধরা, তৈলাক্ত কলার গাছে চড়া, রশি টেনে শক্তির খেলা, যেমন খুশি তেমন সাজ ইত্যাদি।

খেলাধুলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

jagonews24

দুর্বার তারুণ্য কুড়িগ্রাম জেলার সভাপতি কে এম রেজওয়ানুল হক নুরনবী বলেন, বর্তমানে মোবাইল ফোনে আসক্তির কারণে আমাদের তরুণ প্রজন্ম গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাগুলো ভুলে গেছে। আমরা নতুন প্রজন্মকে এসব খেলার সঙ্গে পরিচয় করিয়ে দিতে এ আয়োজন করেছি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদ সদস্য মাহবুবা বেগম লাভলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হলোখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম, সাবেক ভাইস চেয়ারম্যান নুরুন্নবী সরকার, উৎসর্গ নার্সিং ইনস্টিটিউটের প্রধান খোরশেদ আলম, সমন্বয় পরিবারের প্রধান হাফিজুল ইসলাম, দুর্বার তারুণ্য বাংলাদেশের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মহান প্রমুখ।

মাসুদ রানা/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।