ফেনী ছাত্রলীগের সভাপতি তপু, সম্পাদক জাবেদ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ১০:০৫ পিএম, ০৪ এপ্রিল ২০২২
তোফায়েল আহম্মদ তপু (বামে) ও নুর করিম জাবেদ

তোফায়েল আহম্মদ তপুকে সভাপতি ও নুর করিম জাবেদকে সাধারণ সম্পাদক করে ফেনী ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

সোমবার (৪ এপ্রিল) বিকেলে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

আগামী এক বছরের জন্য নতুন এ কমিটি ঘোষণা করা হয়েছে।

এরআগে গত ২৮ মার্চ ফেনী জেলা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। বিলুপ্তির তিন কার্যদিবসের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত চাওয়া হয়।

নুর উল্লাহ কায়সার/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।