রাঙ্গামাটিতে বাজার মনিটরিংয়ে জেলা প্রশাসক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০৫:৩৬ পিএম, ০৫ এপ্রিল ২০২২
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান

রাঙ্গামাটিতে দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিংয়ে নেমেছেন জেলা প্রশাসক। মঙ্গলবার (৫ এপ্রিল) সকালে শহরের রিজার্ভ বাজার, বনরূপা, তবলছড়ির বিভিন্ন বাজারের মুদি দোকান, মাছের আড়ৎ, মাংস, সবজি বাজার ও শপিংমল পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।

jagonews24

এ সময় জেলা প্রশাসক জানান, রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসহ কাপড়ের দাম নিয়ন্ত্রণে রাখতে ব্যবসায়ীদের সঙ্গে জেলা প্রশাসনের অনুষ্ঠিত সভায় নির্দেশনা দেওয়া হয়েছে। সে অনুসারে ক্রয়-বিক্রয় হচ্ছে কিনা সেটা তদারকি করতে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট মাঠে রয়েছে। তারপরও আমি নিজে বাজার পরির্দশন করে মনে হলো নির্ধারিত মূল্যেই পণ্যদ্রব্য বিক্রয় হচ্ছে। কোনো বিক্রেতা যদি নির্ধারিত মূল্যের বেশি দামে পণ্য বিক্রয় করে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শংকর হোড়/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।