ফেনীতে ভ্যাট কর্মকর্তা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৬:০৪ পিএম, ০৫ এপ্রিল ২০২২
মানববন্ধনে বক্তব্য রাখছেন ব্যবসায়ীরা

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ ফেনীর উপ-কমিশনার আবু হানিফ মো. আবদুল আহাদকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা।

মঙ্গলবার (৫ এপ্রিল) শহরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্টি আয়োজিত মানববন্ধনে এমন দাবি করা হয়।

এর আগে ভ্যাট কর্মকর্তাকে প্রত্যাহারের দাবিতে রোববার প্রতিবাদ সভা ও সোমবার সংবাদ সম্মেলনের আয়োজন করে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

মানববন্ধনে বক্তারা বলেন, কাস্টমস অ্যান্ড ভ্যাট বিভাগের ডিপুটি কমিশনার আবু হানিফ মোহাম্মদ আবদুল আহাদ ব্যবসায়ীদের সঙ্গে দুর্ব্যবহার, হুমকিতে ব্যবসায়ী সংগঠনের নেতারা অস্বস্তিতে রয়েছেন।

ডিপুটি কমিশনার গত মাসখানেক ধরে ফেনীর বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান, খাবার হোটেল, চাইনিজ হোটেলে ভ্যাট আদায়ের নামে ক্রেতা থাকা অবস্থায় লাইট নিভিয়ে অভিযান চালানোর নামে ঘণ্টার পর ঘণ্টা প্রতিষ্ঠান বন্ধ করে মালিক-কর্মচারী নিয়ে টানা হ্যাচড়া করা। প্রতিষ্ঠানের হিসাবের খাতা ও ল্যাপটপ নিয়ে অরাজক পরিস্থিতির সৃষ্টি করছেন। যা ভ্যাট দাতাদের জন্য অপমান ও অস্বস্তিজনক।

jagonews24

বিষয়টি নিয়ে আলোচনার জন্য চেম্বার প্রতিনিধি ও ব্যবসায়ীদের বিভিন্ন সংগঠনের নেতারা বারবার ভ্যাট কর্মকর্তার কার্যালয়ে গেলেও তার দেখা মেলেনি। বিভিন্ন কারণ দেখিয়ে তিনি ব্যবসায়ী নেতাদের সঙ্গে সাক্ষাৎ এড়িয়ে চলেছেন।

ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্টির সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে এবং ফরিদ উদ্দিন পাঠানের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন, শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী, ফেনী শহর ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ইকবাল আলম, ব্রিকফিল্ড মালিক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন ফেনীর সভাপতি ইসমাঈল হোসেন খোকন, ফেনী হার্ডওয়্যার অ্যান্ড সেনেটারি ব্যবসায়ী সমিতি সভাপতি নুরুল আলম জিল্লু, চাইনিজ রেস্টুরেন্ট ওনার্স এসোসিয়েশন সভাপতি ইমন উল হক, রেস্তোরা মালিক সমিতি ফেনীর সভাপতি শাহজাদা, চাড়িপুর বিসিক শিল্প নগরী ক্ষুদ্র উদ্যোক্তা নজরুল ইসলাম খোন্দকার, ফেনী জেলা করাতকল ও ফার্নিচার মালিক সমিতির সভাপতি আমীর হোসেন চৌধুরী মোজাম্মেল, শহীদ হোসেন উদ্দিন বিপনি বিতান ব্যবসায়ী সমিতির সভাপতি তাজুল ইসলাম, গ্র্যান্ড হক টাওয়ার ব্যবসায়ী সমিতির সভাপতি মো শাহীন প্রমুখ।

কর্মসূচিতে ফেনী চেম্বারের সহ-সভাপতি জাফর উদ্দিন, পরিচালক তাজুল ইসলাম, গোলাম ফারুক বাচ্চু, হারুন মজুমদার, নুর আজম, গোলাম মাওলা, সিরাজুল ইসলাম পাটোয়ারী, নুরুল হাদী ওয়াসিম ও মুশফিকুর রহমান পিপুলসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এদিকে অভিযুক্ত আবু হানিফ মো. আবদুল আহাদ জানান, ভ্যাট ফাঁকি দেওয়া ও না দেওয়া প্রতিষ্ঠানে দাপ্তরিক কাজের অংশ হিসেবে অভিযান চালিয়ে আসছি। ইতোমধ্যে কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছি। এতে ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে আমার বিরুদ্ধে নানা অপপ্রচার চালিয়ে আসছে।

নুর উল্লাহ কায়সার/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।