ফরিদপুরে কুকুর নিধন কার্যক্রম বন্ধ ঘোষণা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৯:১০ পিএম, ০৫ এপ্রিল ২০২২
ফাইল ছবি

অবশেষে কুকুর নিধন কার্যক্রম বন্ধ ঘোষণা করলো ফরিদপুর পৌর কর্তৃপক্ষ। মঙ্গলবার (৫ এপ্রিল) বিকেলে পৌর মেয়র অমিতাভ বোস জাগো নিউজকে এর সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে ‘কুকুর নিধনে ফরিদপুর পৌর কর্তৃপক্ষের মাইকিং’ শিরোনামে জাগো নিউজসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা ও তোলপাড় শুরু হয়।

এ ব্যাপারে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নূরুল্লা মো. আহসান জাগো নিউজকে বলেন, এ বিষয়ে সোমবার রাতে আমাকে হেড অফিস থেকে অবগত করা হয়। কুকুর নিধন কার্যক্রম বন্ধের ব্যাপারে পদক্ষেপ নিতে নির্দেশনা দেওয়া হয়। সকালে মেয়রকে অবগত কলে তিনি কুকুর নিধন কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন বলে জানান।

খোঁজ নিয়ে জানা যায়, প্রাণিকল্যাণ আইনে বলা হয়েছে- কোনো ব্যক্তি মালিকবিহীন কোনো প্রাণী হত্যা করলে উহা এ আইনের অধীন অপরাধ হিসাবে গণ্য হবে। এছাড়া ২০১৪ সালে একটি সংগঠনের রিট আবেদনের প্রেক্ষিতে কুকুর নিধনে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে।

এ বিষয়ে ফরিদপুর পৌর মেয়র অমিতাভ বোস জাগো নিউজকে বলেন, পৌরবাসীর মৌখিক ও লিখিত আবেদনের প্রেক্ষিতে সম্মিলিতভাবে কুকুর নিধনের সিদ্ধান্ত নেই। তারপর যখন বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। এছাড়াও উচ্চ আদালতের আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমাদের এ কার্যক্রম বন্ধ করে দিয়েছি।

এন কে বি নয়ন/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।