ফেনীতে অতিরিক্ত দামে মুরগি বিক্রি করায় জরিমানা
ফেনীতে অতিরিক্ত দামে ব্রয়লার মুরগি বিক্রির দায়ে দুই দোকানিকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (৫ এপ্রিল) বিকেলে ফেনী শহরের সুলতান মাহমুদ পৌর হকার্স মার্কেটে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার ফেনীর সহকারী পরিচালক সোহেল চাকমা বলেন, বেশ কয়েকদিন ধরে ফেনী শহরের বিভিন্ন দোকানে অস্বাভাবিক দামে মুরগি বিক্রি করে আসছেন অসাধু ব্যবসায়ীরা। এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে ফেনী শহরের সুলতান মাহমুদ পৌর হকার্স মার্কেটে অভিযান চালানো হয়। এসময় অতিরিক্ত মূল্যে মুরগি বিক্রির দায়ে দুটি দোকানে তিন হাজার করে মোট ছয় হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে ফেনী পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর কৃষ্ণময় বণিকসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এদিকে, একই দিন জেলা প্রশাসনের দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট শহরের বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চার হাজার টাকা জরিমানা আদায় করেছেন।
নুর উল্লাহ কায়সার/এমআরআর/জিকেএস