সাবেক ইউপি চেয়ারম্যানের মাছের ঘেরে ককটেলসহ দুজন গ্রেফতার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৯:৩৮ পিএম, ০৫ এপ্রিল ২০২২
গ্রেফতার দুজন

যশোরের শার্শায় সাবেক চেয়ারম্যানের মাছের ঘেরে অভিযান চালিয়ে তিনটি ককটেলসহ দুজনকে গ্রেফতার করেছে র‍্যাব।

মঙ্গলবার (৫ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে শার্শার উলাশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আয়নাল হকের মাছের ঘেরের একটি রুম থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন-কন্যাদহ গ্রামের মৃত ইকরাদ আলী মোল্লার ছেলে ওমেদ আলী মোল্লা (৪০) ও আমের আলী মোড়লের ছেলে বিল্লাল মোড়ল (৩৮)।

যশোর র‍্যাব-৬-এর লে. কমান্ডার এম নাজিউর রহমান এতথ্য জানান।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আয়নাল হকের মাছের ঘেরে অভিযান চালানো হয়। এসময় তিনটি তাজা ককটেল, নগদ তিন হাজার টাকা ও দুটি মোবাইল ফোনসহ দুজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

জামাল হোসেন/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।