‘হাওরের ভাগ্য নিয়ে একটা চক্র খেলা করছে’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০১:১৪ পিএম, ০৬ এপ্রিল ২০২২

 

অপরিকল্পিত বাঁধ নির্মাণ, অনিয়ম ও ব্যাপক দুর্নীতির কারণে ফসলডুবির প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। বুধবার (০৬ এপ্রিল) ‘হাওর বাঁচাও আন্দোলন’ সুনামগঞ্জ জেলা কমিটির আয়োজনে শহরের আলফাত স্কয়ার থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক জেলা আইনজীবী সমিতির সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় হাওর বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক বিজন সেন রায়, যুগ্ম সাধারণ সম্পাদক সালেহীন চৌধুরী শুভ, হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি অলিউর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক ওয়াবয়দুল হক মিলনসহ হাওর বাঁচাও নেতারা।

jagonews24

প্রতিবাদ সমাবেশে হাওর বাঁচাও নেতারা বলেন, হাওরের ভাগ্য নিয়ে একটা চক্র খেলা করছে। আজ হাওরের ফসল তলিয়ে যাচ্ছে, সারা বছর কৃষকরা কিভাবে বাঁচবে। তার সন্তানের মুখে কিভাবে খাবার তোলে দেবে।

নেতারা আরো বলেন, পিআইসি ও কিছু সরকারি অসাধু কর্মকর্তার কারণে হাওরের বাঁধগুলো ভেঙে যাচ্ছে। ফাটল দেখা দিচ্ছে।

কেন্দ্রীয় হাওর বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক বিজন সেন রায় বলেন, ফসলরক্ষা বাঁধের সরকারের দেওয়া ১২১ কোটি টাকা কোথায় গেলো। আজ কেন প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড কৃষককে ডাকেন হাওরের বাঁধ রক্ষা করার জন্য। এই বছরের হাওর রক্ষা বাঁধের লুটপাট ২০১৭ সালকেও ছাড়িয়ে গেছে।

তিনি আরো বলেন, হাওর এলাকায় নতুন করে কোনো বাঁধ নির্মাণ করা হয়নি। পুরাতন বাঁধেই কিছুটা মাটি ফেলা হয়েছে। তাই আমরা দাবি জানাই সরকারের বরাদ্দকৃত টাকা সরকারকে ফিরিয়ে দেওয়া হোক। তা না হলে আমরা কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করবো।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আগে হাওর বাঁচাও আন্দোলনের নেতাকর্মীরা অপরিকল্পিত বাঁধ নির্মাণ, অনিয়ম ও ব্যাপক দুর্নীতির অভিযোগ এনে জেলা প্রশাসলের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি প্রদান করেন।

লিপসন আহমেদ/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।