জাগো নিউজে সংবাদ প্রকাশের পর দুই মাটি ব্যবসায়ীকে জরিমানা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মির্জাপুর (টাঙ্গাইল)
প্রকাশিত: ০৪:৪২ পিএম, ০৬ এপ্রিল ২০২২
অর্থদণ্ডপ্রাপ্ত দুই ব্যবসায়ী

টাঙ্গাইলের মির্জাপুরে আবাদ করা ধানি জমির মাটি কাটার অপরাধে দুই ব্যবসায়ীর কাছ থেকে দুই লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার (৫ এপ্রিল) রাতে পাহাড়পুর ও বাদে হালালিয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জোবায়ের হোসেন এ জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, উপজেলার পাহাড়পুর এলাকায় আকবর হোসেনের ছেলে আকাশ ও বাদে হালালিয়া এলাকায় আব্দল গনি খানের ছেলে তোফাজ্জল হোসেন দীর্ঘদিন ধরে আবাদ করা ধানি জমির মাটি কেটে অন্যত্র বিক্রি করছিলেন। খবর পেয়ে ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। পরে মাটি ব্যবসায়ী আকাশকে দুই লাখ ও তোফাজ্জল হোসেনকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুর রহমান জানান, রাতের আঁধারে ভেকু মেশিন দিয়ে আবাদ করা ধানি জমির মাটি কাটার অপরাধে দুই মাটি ব্যবসায়ীকে দুই লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এরআগে মঙ্গলবার ‘রাতের আঁধারে ধানি জমির মাটি যাচ্ছে ইটভাটায়’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশ করে জাগোনিউজ২৪.কম

জাগো নিউজে সংবাদ প্রকাশের পর দুই মাটি ব্যবসায়ীকে জরিমানা

প্রতিবেদনে বলা হয়, টাঙ্গাইলের মির্জাপুরে আবাদ করা বোরো ক্ষেতের মাটি কেটে ইটভাটায় নেওয়া হচ্ছে। এতে কয়েক একর জমির ফসল নষ্ট হচ্ছে। একই সঙ্গে উর্বরতা হারিয়ে অনাবাদি হয়ে পড়ছে আবাদি জমি। কমতে শুরু করেছে ফসলের উৎপাদন।

ইটভাটার মালিকরা কৃষকদের প্রলোভন দেখিয়ে রাতের আঁধারে ভেকু মেশিন দিয়ে এসব ফসলি জমির মাটি কেটে নিচ্ছে। স্থানীয় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ভাটামালিকরা আবাদি জমির মাটি কেটে ইটভাটায় নিচ্ছেন বলে অভিযোগ রয়েছে।

এস এম এরশাদ/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।