সাঁতরে লোকালয়ে আসা চিত্রা হরিণ সুন্দরবনে অবমুক্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ০৮:৫৫ পিএম, ০৬ এপ্রিল ২০২২
লোকালয় থেকে উদ্ধার হওয়া চিত্রা হরিণ

বাগেরহাটের শরণখোলায় ভোলা নদী সাঁতরে লোকালয়ে চলে আসা একটি চিত্রা হরিণ উদ্ধার করা হয়েছে। বুধবার (৬ এপ্রিল) বিকেলে হরিণটি সুন্দরবনে অবমুক্ত করেন বনরক্ষীরা।

বাগেরহাটের পূর্ব সুন্দরবনের ধানসাগর স্টেশন কর্মকর্তা (এসও) মো. আব্দুছ সবুর জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুর ১২টার দিকে দুটি হরিণ ধানসাগর নৌ-পুলিশ ফাঁড়ির সামনের ভোলা নদী সাঁতরে এপার চলে আসে। এ সময় স্থানীয়রা দেখে ধাওয়া করে তাদের। এতে বড় হরিণটি আবার নদীতে লাফিয়ে পড়ে বনে চলে যায়। কিন্তু ছোট (বাচ্চা) হরিণটি গ্রামের দিকে দৌড়ে চলে আসে। তাড়া খেয়ে প্রায় তিন কিলোমিটার দৌড়ে হরিণটি রাজাপুর বাজারে চলে যায়।

আব্দুছ সবুর আরও জানান, বনরক্ষীরা কমিউনিটি প্যাট্রলিং গ্রুপ (সিপিজি) এবং ভিলেজ টাইগার রেসপন্স টিমের (ভিটিআরটি) সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। সেখান থেকে হরিণটি ধরে ধানসাগর স্টেশন অফিসের পাশের বনে ছাড়া হয়। স্ত্রী হরিণটির বয়স আনুমানিক দুই বছর হবে।

এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।