নাইক্ষ্যংছড়ি থেকে আড়াই লাখ ইয়াবাসহ কারবারি গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৫:৪৭ পিএম, ০৭ এপ্রিল ২০২২
গ্রেফতার আব্দুল মালেক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা থেকে আড়াই লাখ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছেন র‌্যাব-১৫ সদস্যরা। বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার ঘুমধুম পশ্চিমপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেফতার আব্দুল মালেক (৪৮) নাইক্ষ্যংছড়ির ঘুমধুম পশ্চিমপাড়ার আব্দুস সালামের ছেলে।

র‌্যাব-১৫’র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) এএসপি মো. বিল্লাল উদ্দিন বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিপুল পরিমাণ ইয়াবা মজুতের খবর পেয়ে ঘুমধুম পশ্চিমপাড়ার আব্দুল মালেকের বাড়িতে অভিযান চালানো হয়। গ্রেফতারের পর তার দেওয়া তথ্য মতে বসতঘরে লুকিয়ে রাখা আড়াই লাখ পিস ইয়াবা জব্দ করা হয়।

নাইক্ষ্যংছড়ি থেকে আড়াই লাখ ইয়াবাসহ কারবারি গ্রেফতার

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মালেক স্বীকার করেছে উদ্ধার হওয়া ইয়াবা বিক্রির উদ্দেশ্যে সে নিজ হেফাজতে রেখেছিল। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করে নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।

সায়ীদ আলমগীর/এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।