ফেনীতে ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৩:২৬ এএম, ০৯ এপ্রিল ২০২২

ফেনীর মহিপাল স্টারলাইন কাউন্টারের সামনে অভিযান চালিয়ে তিনশো পিস ইয়াবাসহ মো. সাবেত (২২) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

আটক সাবেত মিয়ানমারের বুচিডং জেলার মংডু গ্রামের মো. আনোয়ারের ছেলে। বর্তমানে তিনি কক্সবাজারের টেকনাপ উপজেলার কেকে পাড়া এলাকার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা।

শুক্রবার (৮ এপ্রিল) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল স্টারলাইন কাউন্টারের সামনে অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। এসময় ৩০০ পিস ইয়াবাসহ ওই যুবককে আটক করা হয়।

ফেনী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেজবাহ উদ্দিন আহমেদ জানান, আটক সাবেতের বিরুদ্ধে মাদক আইনে ফেনী মডেল থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে। পতে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নুর উল্লাহ কায়সার/এমএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।