দেশে কোনো দুর্ভিক্ষ নেই: কৃষিমন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৫:৫৬ পিএম, ১০ এপ্রিল ২০২২
কৃষিমন্ত্রী ড. আব্দুল রাজ্জাক

বাংলাদেশে খাদ্য নিয়ে কোনো হাহাকার নেই বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুল রাজ্জাক। তিনি বলেন, বিএনপির নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর মিডিয়াতে বলে যাচ্ছেন দেশ ডুবে যাচ্ছে। দেশের মানুষ না খেয়ে আছেন। অথচ দেশে কোনো হাহাকার নেই, দুর্ভিক্ষ নেই। দেশে কোনো মানুষ না খেয়ে থাকছেন না।

রোববার (১০ এপ্রিল) ভোলার রেকর্ড পরিমাণ (শত মেট্রিক টন) পেঁয়াজ উৎপাদনকারী সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ‘সবুজ বাংলা খামার’ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদের জন্য ব্যাপক উন্নয়ন করেছেন। কৃষকরা যাতে কৃষিকাজ করে লাভবান হতে পারেন এবং ওই লাভ দিয়ে কৃষক তার জীবনমান উন্নয়ন করতে পারেন সেজন্য আমরা কাজ করে যাচ্ছি।

কৃষকরা যাতে তাদের ফসলের ন্যায্যমূল্য পান সেজন্য মধ্যস্বত্বভোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, ভোলার কৃষিক্ষেত্রে উন্নয়নের জন্য কৃষকদের জন্য হর্টিকালচার সেন্টার করা হবে।

পরে দুপুরে ভোলা জেলা পরিষদের হলরুমে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর, সংস্থার কর্মকর্তা ও কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন কৃষিমন্ত্রী।

এসময় কৃষিসচিব মো. সায়েদুল ইসলাম, কৃষি অধিদপ্তরের মহাপরিচালক মো. বেনজির আলম, জেলা প্রশাসক তৌফিক-ই-লাহী চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সম্পাদক আবদুল মমিন টুলু প্রমুখ উপস্থিত ছিলেন।

জুয়েল সাহা বিকাশ/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।