নরসিংদীতে তুচ্ছ বিষয় নিয়ে হামলায় আহত যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নরসিংদী
প্রকাশিত: ০৬:১০ পিএম, ১০ এপ্রিল ২০২২
হামলায় নিহত চাঁন মিয়ার স্বজনদের আহাজারি

নরসিংদীর রায়পুরায় তুচ্ছ বিষয় নিয়ে হামলায় আহত লাল চাঁন মিয়া (২৮) মারা গেছেন। রোববার (১০ এপ্রিল) দুপুরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

লাল চাঁন উত্তরবাখর নগর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মৃত মইধর মিয়ার ছেলে। তিনি গ্রামে কৃষি কাজ করতেন।

স্থানীয় ও নিহতের স্বজনরা জানান, বৃহস্পতিবার রাতে ওই গ্রামের নুর ইসলাম তার শিশু কন্যাকে নিয়ে মসজিদে যান। এ নিয়ে নুর ইসলামের সঙ্গে আলা উদ্দিনের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে নুর ইসলামের ভাতিজা আলা উদ্দিনকে কিলঘুষি মারেন। পরে স্থানীয়রা বিষয়টি সুরাহা করে দেন।

খবর পেয়ে আলা উদ্দিনের ভাগিনা লাল চাঁন মামার খোঁজ নিতে ছুটে আসেন। পথে নুর ইসলাম, জুয়েল, মুক্তার, মানিক, রেনু, অলিসহ বেশকয়েকজন লালচাঁনের গতি রোধ করেন। পরে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যান। স্থানীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক ঢাকায় পাঠায়। রোববার দুপুরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ব্যাপারে রায়পুরা থানার ওসি (তদন্ত) গোবিন্দ সরকার জানান, এ বিষয়ে নিহতের স্বজনরা মারধরের একটি মামলা করেছেন। মামলাটি এখন হত্যা মামলায় পরিণত হবে।

সঞ্জিত সাহা/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।