শরীয়তপুরে জাটকাভর্তি পিকআপ উল্টে যুবক নিহত
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় জাটকাভর্তি একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
সোমবার (১১ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম থেকে খুলনা যাওয়ার পথে শরীয়তপুরের চরচান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পিকআপ ভ্যানচালক ফরহাদ হোসেন লিমন (২৫) কুমিল্লা জেলার মুরাদনগর থানার ঘোড়ারচর গ্রামের আবদুল মান্নানের ছেলে। আর আহত হেলপারের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুরে চট্টগ্রাম থেকে জাটকা নিয়ে খুলনা শহরের দিকে যাচ্ছিল পিকআপ ভ্যানটি। শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার চরচান্দা এলাকায় পৌঁছালে চালক লিমন পিকআপের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মুহূর্তেই সেটি সড়কের পাশে উল্টে যায়। এসময় পিকআপের তলায় চাপা পড়ে লিমন ঘটনাস্থলেই নিহত হন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস তার মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান হাওলাদার বলেন, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে পিকআপ ভ্যানটি দুর্ঘটনায় পড়ে। এতে একজন নিহত হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে রাখা হয়েছে। তবে এ বিষয়ে কেউ অভিযোগ করেননি। অভিযোগ দিলে এ ঘটনায় মামলা হবে।
মো. ছগির হোসেন/এমআরআর/এএসএম