পুলিশভ্যানের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কা, কনস্টেবল নিহত
ফেনীতে টহলরত পুলিশভ্যানের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় মোতাহের ইসলাম নামের এক কনস্টেবল নিহত হয়েছেন। এ সময় আসাদুল ইসলাম নামের আরেক কনস্টেবল আহত হন।
সোমবার (১১ এপ্রিল) দিনগত রাত পৌনে ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোতাহের ফেনীর মহিপাল হাইওয়ে থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। আহত আসাদুলও ওই থানায় কনস্টেবল পথে কর্মরত।
মহিপাল হাইওয়ে থানার পরিদর্শক আবদুস সামাদ জাগো নিউজকে বলেন, নিয়মিত টহলের অংশ হিসেবে মহাসড়কের ফেনীর অংশে পুলিশ ভ্যানে ছড়িয়ে দায়িত্ব পালন করছিলেন মহিপাল হাইওয়ে পুলিশের সদস্যরা। রাত পৌনে ৩টার দিকে রামপুর এলাকার ঢাকামুখী লেনে একটি কাভার্ডভ্যান পেছন থেকে পুলিশভ্যানে ধাক্কা দেয়। এতে ভ্যানের পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
ও আহত আসাদুল আরও জানান, তাৎক্ষণিক পুলিশভ্যানে কর্তব্যরত দুই কনস্টেবলকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোতাহেরকে মৃত ঘোষণা করেন। আহত কনস্টেবল আসাদুল ইসলামকে হাসপাতালে ভর্তি করায়। ঘাতক কাভার্ডভ্যানটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। চালক পলাতক রয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নুর উল্লাহ কায়সার/এসজে/জিকেএস