নরসিংদীতে সাংবাদিকদের সম্মানে প্রাণ-আরএফএল এর ইফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নরসিংদী
প্রকাশিত: ০৮:৪৬ পিএম, ১২ এপ্রিল ২০২২
নরসিংদীতে সাংবাদিকদের সম্মানে প্রাণ-আরএফএল গ্রুপের ইফতার

নরসিংদীতে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে প্রাণ-আরএফএল গ্রুপ। মঙ্গলবার (১২ এপ্রিল) পৌর শহরের সার্কিট হাউজ রোডের গ্যালাক্সি রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। তার আগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করা হয়।

নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে ইফতার মাহফিল ও মতবিনিময় সভায় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ন কবির শাহ, নরসিংদী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি বিশ্বজিৎ সাহা, সাধারণ সম্পাদক বদরুল আমিন চৌধুরীসহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

jagonews24

এসময় আরও উপস্থিত ছিলেন প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (বিপণন) কামরুজ্জামান কামাল, ডাঙ্গা ইন্ডাস্ট্রিয়াল পার্কের সিনিয়র জিএম ফজলে রাব্বি, প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের জিএম সিদ্দিকুর রহমান, প্রাণ-আরএফএল গ্রুপের জনসংযোগ বিভাগের ডেপুটি ম্যানেজার হুমায়ুন আহম্মেদ প্রমুখ।

সঞ্জিত সাহা/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।