চুয়াডাঙ্গায় প্রাচীর চাপায় শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ১২:৪৪ পিএম, ১৩ এপ্রিল ২০২২
ফাইল ছবি

চুয়াডাঙ্গার জীবননগরে খেলার সময় সীমানা প্রাচীর চাপায় রিফাত হোসেন (৭) নামের এক শিশু নিহত হয়েছে।

বুধবার (১৩ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার উথলী গ্রামের বাজারপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত রিফাত হোসেন ওই গ্রামের সন্টু আলীর ছেলে। সে উথলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।

স্থানীয় ইউপি সদস্য জহুরুল হক ঝন্টু জানান, সকালে রিফাতসহ ৬-৭ বন্ধু বাড়ির পাশে খেলছিল। এ সময় বাড়ির পাশের পুরাতন একটা সীমানা প্রাচীর ধসে রিফাতের মাথায় পড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসার এক পর্যায়ে রিফাতের মৃত্যু হয়।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল খালেক জানান, বিষয়টি শুনেছি। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সালাউদ্দীন কাজল/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।