ভোলায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০২:৪৭ পিএম, ১৩ এপ্রিল ২০২২
প্রতীকী ছবি

ভোলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধসহ পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৩ এপ্রিল) দুপুরে সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ক্লোজার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- মো. কবির মঞ্জু, মো. আনোয়ার গাজী, মো. নূরন্নবী ও আব্দুল সাত্তার। বাকিজনের নাম পাওয়া যায়নি। এদের মধ্যে গুলিবিদ্ধ হয়েছেন মো. কবির মঞ্জু ও আনোয়ার গাজী।

পুলিশ ও স্থানীয়রা জানান, বেলা সাড়ে ১১টার দিকে রাজাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. হেলাল ও স্থানীয় কবির মঞ্জু গ্রুপের সঙ্গে আধিপত্য বিস্তারর নিয়ে সংঘর্ষ বাধে। এতে গোলাগুলি ও সংঘর্ষে পাঁচজন আহত হন।

ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন জাগো নিউজকে জানান, ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে করে। বিষয়টি তদন্ত চলছে।

জুয়েল সাহা বিকাশ/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।