কাল খুলছে ঠাকুরগাঁওয়ের হোটেল-রেস্তোরাঁ
বন্ধ ঘোষণার ২৪ ঘণ্টা পর ঠাকুরগাঁওয়ের হোটেল, রেস্তোরাঁ, বেকারি, চাইনিজ ও ফাস্টফুডগুলো খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলা হোটেল মালিক সমিতি ও হোটেল শ্রমিক ইউনিয়ন। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) থেকে খুলবে এসব খাবারের দোকান।
বুধবার (১৩ এপ্রিল) রাত ৯টায় বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন হোটেল মালিক সমিতির সভাপতি অতুল পাল।
তিনি বলেন, মঙ্গলবার বিকেলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হোটেল রোজ ও গাওসিয়াকে জরিমানা এবং দুই হোটেল ম্যানেজারকে কারাদণ্ড দেন। এর প্রতিবাদে ওইদিন সন্ধ্যায় জেলার সব হোটেল-রেস্তোরাঁ বন্ধের সিদ্ধান্ত নেয় মালিক সমিতি ও হোটেল শ্রমিক ইউনিয়ন।
অতুল পাল আরও বলেন, বুধবার সন্ধ্যায় ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন আমাদের সঙ্গে বৈঠক করে। তিনি আশ্বাস দেন শ্রমিকদের নিঃশর্ত মুক্তিতে আইনি লড়াইয়ে সহযোগিতা করবেন। তার আশ্বাসে আমরা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে হোটেল রেস্তোরাঁসহ সব খাবার দোকান খোলা রাখার সিদ্ধান্ত নেই।
এ বিষয়ে ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন জাগো নিউজকে বলেন, রমজান মাসে হোটেল-রেস্তোরাঁ বন্ধ থাকায় সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। একই সঙ্গে হোটেল শ্রমিকরাও কর্মহীন হয়ে পড়েছে। আমি তাদের সঙ্গে আলোচনা করেছি। তারা হোটেল-রেস্তোরাঁ খোলা রাখবেন বলে জানিয়েছেন।
তানভীর হাসান তানু/এসজে/জিকেএস