নিখোঁজের তিনদিন পর মিললো শ্রমিকের পোড়ানো মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০৯:০০ এএম, ১৪ এপ্রিল ২০২২
ফাইল ছবি

কুষ্টিয়া শহরতলীর বটতৈল সেনের চাতাল এলাকায় নিখোঁজের তিন দিন পর রাব্বি (১৮) নামের এক শ্রমিকের পোড়ানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে সদর উপজেলার বটতৈল ইউনিয়নের সেনের চাতাল এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রাব্বি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জঙ্গলী এলাকার আলিমের ছেলে। তিনি বটতৈল এলাকার একটি জুট মিলের শ্রমিক ছিলেন।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম এ তথ্য নিশ্চিত করে জানান, নিহত রাব্বি বটতৈল এলাকায় একটি জুট মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন। তিন দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। এ ব্যাপারে তার বাবা আলিম কুমারখালী থানায় একটি সাধারণ ডায়রি করেছিলেন।

নিহতের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ হত্যাকাণ্ডের কোনো ক্লু এখনো উদঘাটন করতে পারেনি।

হত্যা রহস্য উদঘাটন এবং ঘাতকদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে বলে জানিয়েছেন ওসি সাব্বিরুল আলম।

আল-মামুন সাগর/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।