চুয়াডাঙ্গায় আলমসাধু উল্টে চালক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৩:১১ পিএম, ১৫ এপ্রিল ২০২২

চুয়াডাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে আলমসাধু (শ্যালো ইঞ্জিনচালিত ছোট গাড়ি) উল্টে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

শুক্রবার (১৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে সদর উপজেলার জাফরপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম নাজমুল হক। তিনি আলমডাঙ্গা উপজেলার নতিডাঙ্গা গ্রামের রফিকুল ইসলামের ছেলে। আহত রিপন জোয়ার্দার একই গ্রামের রেজাউল জোয়ার্দারের ছেলে। তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, ডিঙ্গেদহ এলাকায় ভুট্টা বিক্রি করে আলমসাধুযোগে বাড়ি ফিরছিলেন কৃষক রিপন জোয়ার্দার। আলমসাধুটি জাফরপুর মোড়ে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে আলমসাধুর নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন চালক নাজমুল হক। গুরুতর আহত হন কৃষক রিপর জোয়ার্দার। তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক খালিদ হাসান জানান, আহত রিপন জোয়ার্দার আশঙ্কামুক্ত নন। তার বাম হাত ভেঙে গেছে। আপাতত তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

সালাউদ্দীন কাজল/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।