সাগর থেকে অস্ত্রসহ মানবপাচারকারী চক্রের ৬ সদস্য আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৮:২০ পিএম, ১৬ এপ্রিল ২০২২
র‌্যাবের হাতে আটকরা

বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের ছয় সদস্যকে আটক করেছে র‌্যাব-১৫। এ সময় মানব পাচারে ব্যবহৃত ট্রলার, নগদ টাকা ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়। ৫২ জনকে মিয়ানমারে বিক্রির পর ফিরছিলেন তারা।

শনিবার (১৬ এপ্রিল) দুপুরে সংবাদ সম্মেলনে র‌্যাব-১৫ এর কোম্পানি কমান্ডার মেজর শেখ মো. ইউসুফ এসব তথ্য নিশ্চিত করেছেন।

আটকরা হলেন- শাহ জাহান (৩৭), মো. পারভেজ (২৩), মো. আব্দুল মাজেদ (২৭), আমির মো. ফয়সাল (২৪), মো. শাকের (৩০), মো. রফিক আলম (৩৫)।

সাগর থেকে অস্ত্রসহ মানবপাচারকারী চক্রের ৬ সদস্য আটক

সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার মেজর শেখ ইউসুফ বলেন, এ মানব পাচারকারী চক্রের ওপর দীর্ঘদিন যাবত র‌্যাব গোয়েন্দা নজরদারি চালিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে বঙ্গোপসাগরের নাজিরারটেক চ্যানেল থেকে তাদের আটক করা হয়। এ সময় একটি ট্রলার জব্দ করা হয়। পরে ট্রলার তল্লাশি চালিয়ে একটি দেশীয় পিস্তল, দুটি থ্রিকোয়ার্টার গান, চার রাউন্ড কার্তুজ, দুটি রামদা, একটি স্যাটেলাইট ফোন, একটি কম্পাস, একটি জিপিএস, পাচার হওয়া ব্যক্তিদের ১৬টি মোবাইল, ১০টি সিমকার্ড, একটি হাতঘড়ি এবং নগদ টাকা জব্দ করা হয়।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা মানবপাচারকারী চক্রের সিন্ডিকেট বলে স্বীকার করেছে। তারা ৫২ জনকে ভিকটিমকে মিয়ানমারে বিক্রির পর ফিরছিল। আটকদের কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সায়ীদ আলমগীর/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।