দুই টাকায় মিলছে বাহারি ইফতার
নওগাঁয় দুই টাকায় মিলছে বাহারি ইফতার। অল্প টাকায় আকর্ষণীয় প্যাকেটে পাঁচ পদের ইফতার পেয়ে খুশি নিম্ন আয়ের মানুষ।
স্থানীয়রা জানান, শহরের শহীদ মিনারের সামনে ‘ভালোবাসার ইফতার দুই টাকায় রমজান জুড়ে’ স্লোগানে ভ্যানে করে ইফতার বিক্রি করছেন মনোয়ার হোসেন লিটন। শহরের বিভিন্ন স্থানে ঘুরে প্রতিদিন ১০০ প্যাকেট ইফতারি নিম্ন আয়ের মানুষের হাতে তুলে দেন তিনি। মনোয়ার হোসেন লিটন শহরের ‘ফুড প্যালেস’ রেস্টুরেন্টের মালিক হলেও তার ব্যতিক্রমী আয়োজন ইতিবাচক সাড়া জাগিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘুরছে ভ্যানভর্তি ইফতারের প্যাকেটের ছবি।
শহরের রিকশাচালক আজমল বলেন, সারাদিন রিকশা চালিয়ে যা আয় হয় চাল ও সবজি কিনতে শেষ হয়ে যায়। গত কয়েক দিন রোজগারও কমে গেছে। বাচ্চারা অনেক সময় ভালো খাবারের বায়না ধরে। ইফতার কিনতে গেলে কমপক্ষে ৩০-৪০ টাকা খরচ হয়। সেখানে দুই টাকায় ইফতার পেয়ে অনেক খুশি।

ভ্যানে ইফতার বিক্রি করা ফুড প্যালেস রেস্টুরেন্টের কর্মী সাইদুর রহমান বলেন, প্রতিটি প্যাকেটে খিচুরি, একটি ডিম, একটি বেগুনি, একটি পিয়াজু, ছোলা ও খেজুর থাকে। ইফতারের এ প্যাকেটটি রেস্টুরেন্টে ৮০ টাকায় বিক্রি করা হয়। শহরের ভিন্ন ভিন্ন স্থানে প্রতিদিন দুই টাকায় ১০০ প্যাকেট ইফতার বিক্রি করা হয়।
সামাজিক-সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ নওগাঁর সভাপতি অ্যাডভোকেট ডিএম আব্দুল বারী ব্যতিক্রম এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তিনি বলেন, মাত্র দুই টাকায় দরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের মাঝে যে ইফতারি সরবরাহ করা হচ্ছে তা নিঃসন্দেহে একটি মহৎ উদ্যোগ।

নওগাঁ ফুড প্যালেস রেস্টুরেন্টের সত্ত্বাধিকারী মনোয়ার হোসেন লিটন বলেন, এ আয়োজন শুধু প্রচারের জন্য নয়। আমরা মনে করি যদি একজনও এ থেকে উৎসাহিত কিংবা উপকৃত হন তবেই আমরা সার্থক।
তিনি আরও বলেন, সুবিধাবঞ্চিত হলেও অনেকে রোজা রেখে বিনামূল্যে ইফতার নিতে চান না। এসব বিবেচনায় রেখে কারও আত্মসম্মানে যেন আঘাত না লাগে জন্য দুই টাকার বিনিময়ে ইফতার বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আব্বাস আলী/আরএইচ/জেআইএম